উত্তরদিনাজপুর

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির

মোবাইল ফোন আবার কেড়ে নীল একটি প্রান । মোবাইল ফোন ব্যবহার কারির দোষ না থাকলেও তাকে প্রান হারাতে হল ।   মোবাইলে কথা চলাকালীন জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকা ব্যাক্তিকে পেছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হল ওই ব্যাক্তির।  এমনি মর্মান্তিক  পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহার জামবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম নান্টু দেবনাথ বয়স ২৮ বছর। জানাজায় রবিবার রাতে রায়গঞ্জ ছত্রপুর গ্রামের বাদিন্দা নান্টু দেব নাথ  তার স্ত্রী ও ছোট্ট শ্যালককে নিয়ে মোটর সাইকেলে  চেপে রায়গঞ্জ থেকে শ্বশুরবাড়ি রূপাহারের জামবাড়িতে যাচ্ছিল। জামবাড়ির কাছাকাছি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নান্টু বাবুর মোবাইলে ফোন কল আসে। সেই সময় তিনি রাস্তার ধারে মোটর সাইকেল দাড় করিয়ে ফোন রিসিভ করেন এবং   তার স্ত্রী ও শ্যালক বাইক থেকে নেমে পাশে থাকা একটি দোকানে দাড়ায়।  মোবাইলে কথা চলাকালীন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে নান্টু বাবুকে। এই ঘটনার জেরে গুরুত্বর আহত  অবস্থায়  তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার শারিরীক অবস্থার  অবনতি হলে নান্টু বাবুকে  শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নান্টু দেবনাথের। পড়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ঘাতক গাড়ির তল্লাশি শুরু করেছে। এই ঘটনার জেরে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।